নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷ অবশিষ্ট চারটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা দিল কংগ্রেস৷ মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এআইসিসি অবশিষ্ট চারটি আসনে প্রার্থী তালিকায় অনুমোদন দিয়েছে৷ সূর্যমনিনগরে প্রশান্ত ভট্টাচার্য্য, করমছড়ায় রঞ্জনাবতি রিয়াং, শান্তিরবাজারে বেনতি রিয়াং এবং কাঞ্চনপুর আসনে রঞ্জিত কুমার রিয়াংকে প্রার্থী করেছে কংগ্রেস৷ প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আগামীকাল সমস্ত প্রার্থী মনোনয়ন জমা দেবেন৷
2018-01-31