বিজেপির প্রচারাভিযান নিয়ে নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ বিজেপি নেতা তথা অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠালেন সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর৷ পাশাপাশি পৃথক একটি চিঠিতে বিজেপির প্রচারাভিযান নিয়েও নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন শ্রীধর৷

চিঠিতে বিজন ধর উল্লেখ করেছেন, গত ২৮ জানুয়ারী ৫০ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের মাছমাড়াতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু৷ শ্রীখান্ডুর বিরুদ্ধে বিজনবাবু অভিযোগ করেছেন তিনি নাকি নির্বাচন আচরণবিধি লঙ্খণ করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে নানা বক্তব্য রেখেছেন৷ শুধু তাই নয় শ্রীখান্ডু সেখানে অনুষ্ঠানে উপস্থিত জনগণকে একটি প্যাকেটের মাধ্যমে কিছু বস্ত্র এবং টাকা বিলি করেছেন৷ সেই বিষয়টিও নির্বাচন আচরণবিধি লঙ্খণের শামিল বলে সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নির্বাচন কমিশনের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন৷ সেই সাথে বিজনবাবু ঐ অনুষ্ঠানের ভিডিও ফুটেজও নির্বাচন কমিশনের কাছে চিঠির সাথে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে৷

অন্যদিকে, পৃথক একটি চিঠিতে বিজন ধর নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে যে প্রচারাভিযানের জন্য গাড়িতে করে ভিডিও প্রদর্শণ করা হচ্ছে সেসব গাড়িগুলি বহিঃরাজ্যের৷ এই গাড়িগুলিতে নাকি কোন ধরণের রেজিস্ট্রেশন নম্বর নেই৷ পাশাপাশি গাড়িগুলিকে বিশেষ ডিজাইন করা হয়েছে৷ বিজনবাবুর অভিযোগ মোটর ভ্যাহিকেল অ্যাক্ট অনুযায়ী অন্যকোন রাজ্যের গাড়ি যদি পার্শ্ববর্তি কোন রাজ্যে চলাফেরা করে তাহলে সংশ্লিষ্ট রাজ্যের পরিবহণ দপ্তর থেকে বৈধ অনুমতি নিতে হয়৷ তিনি সন্দেহ প্রকাশ করেছেন বিজেপির প্রচারে ব্যবহৃত গাড়িগুলির বৈধ অনুমতিপত্র রয়েছে কি না৷ তাছাড়া দুর্ঘটনা সংক্রান্ত প্রয়োজনীয় বিমা রয়েছে কি না গাড়িগুলির সেক্ষেত্রেও বিজনবাবু সন্দেহ প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন৷ তিনি নির্বাচন কমিশনের কাছে দাবী জানিয়েছেন অবিলম্বে এইসব গাড়িগুলির মালিকানা, বৈধ অনুমতিপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং বিমা সহ আনুসঙ্গিক বিষয়গুলি রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য৷ পাশাপাশি বিজেপির তরফ থেকে এই গাড়িগুলিতে যে ভিডিও প্রদর্শণ করা হচ্ছে সেইসব ভিডিওগুলি প্রদর্শন করার জন্য নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কি না তাও খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবী জানিয়েছেন৷ তিনি বলেন, যদি এই সংক্রান্ত কোন বৈধ নথিপত্র না থাকে তাহলে অবিলম্বে এই গাড়িগুলি আটক করে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *