নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ নির্বাচনের মুখে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থার ছয়লাপকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে গাড়ি চুরি করল দুসৃকতিরা৷ পূর্ব থানার নাকের ডগায় লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডের শ্রীকৃষ্ণ মন্দিরের সামনে থেকে গাড়ি চুরি করে নিয়ে গিয়েছে দুসৃকতিরা৷ সোমবার সকালে গাড়ির মালিক দিলীপ সাহা গাড়ি চুরির মামলা করেছে পূর্ব থানায়৷ কালো রঙের টিআর-০১-টি-০৫৬৪ নম্বরের বুলেরো গাড়ি চুরি হয়েছে৷
প্রসঙ্গত, নির্বাচন উপলক্ষে রাজধানী আগরতলা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল গত কয়েকদিন আগে৷ কিন্তু, শীতের রাতে রাজধানী আগরতলা শহরে রাত দশটার পর কোন নিরাপত্তা রক্ষীকে সক্রিয়ভাবে দায়িত্ব পালনে নজরে আসছে না৷ শহরে প্রবেশ ও বের হবার নাকাগুলিতেও কোন পুলিশ কর্মী কিংবা নিরাপত্তা কর্মীকে নজরে আসে না৷ শুনশান হয়ে থাকে রাজপথ৷ পুলিশের রাত্রিকালীন টহল নিয়ে জনমনে প্রশ্ণ উঠেছে৷ বাইক চুরির ঘটনাতো প্রায়শই হচ্ছে৷ কিন্তু, গাড়ি চুরির ঘটনা রীতিমতো উদ্বেগের৷ এই ব্যাপারে পুলিশের রাত্রিকালীন টহল আরো জোরদার করার দাবী উঠেছে৷ পাশাপাশি নিরাপত্তা জোরদার করারও৷
2018-01-30