নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ বিজেপি দ্বিতীয় দফায় আরও ছয়টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে৷ রবিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খয়েরপুর কেন্দ্রে রতন চক্রবর্তী, কমলাসাগর কেন্দ্রে অরুণ কান্তি ভৌমিক, সূর্যমণিনগর কেন্দ্রে রামপ্রসাদ পাল, বক্সনগর কেন্দ্রে বাহারুল ইসলাম, কৃষ্ণপুর কেন্দ্রে ডাঃ অতুল দেববর্মা এবং যুবরাজনগর কেন্দ্রে যাদব লাল নাথকে প্রার্থী করেছে বিজেপি৷ তবে, কদলমতলা-কুর্তী আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির৷ বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর জানিয়েছেন সোমবারের মধ্যে ঐ কেন্দ্রে প্রার্থী ঘোষণা দেওয়া হবে৷
2018-01-29