মুম্বই, ২৮ জানুয়ারি (হি.স.) : জলে ডুবে মৃত্যু হল টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের এক গবেষকের। মৃতের নাম সৌম্যজিৎ সাহা। বাড়ি মানকুণ্ডুর স্টেশন রোড এলাকায়। তিনি থাকতেন মুম্বইতে। রবিবার সকালে তাঁরা সৌম্যজিতের মৃতদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার তিন বন্ধুর সঙ্গে বাইক নিয়ে ওয়াই ড্যাম বেড়াতে যান সৌম্যজিৎ। বাকি বন্ধুদের নাম অবনীশ শ্রীবাস্তব, সমীর মিশ্র এবং শ্রীকান্ত মূর্তি। সেখানে ধূম লেকে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় সৌম্যজিৎ। শুধু তাই নয়, তাঁকে বাঁচাতে গিয়ে ডুবে গেছে অবনীশও।
বিষয়টি জানতে পরে তল্লাশিতে নামেন স্থানীয় থানার পুলিশকর্মীরা। রবিবার সকালে তাঁরা সৌম্যজিতের মৃতদেহ উদ্ধার করেন। যদিও অবনীশ তলিয়ে গিয়েছে না উঠে আসতে পেরেছেন তা জানা যায়নি। শনিবার রাতেই তলিয়ে যাওয়ার খবর আসে সৌম্যজিতের কামরকুণ্ডুর বাড়িতে। এরপর এদিন সকালে মুম্বই পৌঁছান তাঁর বাবা ও মা হরিপ্রসাদ সাহা ও মা নিবেদিতাদেবী। পুলিশের তরফে জানা গিয়েছে, সৌম্যজিৎকে খুন করা হয়েছে না এটা নিছকই একটি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।