নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ আগামী ৮ ফেব্রুয়ারী বিজেপি’র নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি দুটো জনসভায় অংশ নেবেন৷
এবিষয়ে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব জানান, নির্বাচনের প্রচারে রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন সেই ঘোষণা আগেই দেওয়া হয়েছিল৷ এখন প্রধানমন্ত্রীর সফরসূচী চূড়ান্ত হয়েছে৷ প্রথম দফায় তিনি আগামী ৮ ফেব্রুয়ারী রাজ্যে নির্বাচনী প্রচারে আসবেন৷ দুটো জনসভায় তিনি সম্বোধন করবেন৷ এখন পর্যন্ত একটি জনসভাস্থল চূড়ান্ত হয়েছে৷ কৈলাসহরে প্রধানমন্ত্রীর জনসভা হবে৷ দ্বিতীয়টি দক্ষিণ জেলায় হবে৷ তবে স্থান এখনো চূড়ান্ত হয়নি৷ বিপ্লববাবু জানান, আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ জেলায় প্রধানমন্ত্রীর জনসভা স্থল চূড়ান্ত করা হবে৷
এদিকে, দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারীর মধ্যে রাজ্যে প্রচারের জন্য আসবেন৷ আগরতলা সহ আরো একটি স্থানে সেদিন প্রধানমন্ত্রী জনসভায় সম্বোধন করবেন৷
এদিন বিপ্লববাবু আরো জানিয়েছেন, আসন্ন নির্বাচন উপলক্ষ্যে প্রচারে তারকাদের দীর্ঘ তালিকা তৈরি করা হয়েছে৷ তাঁর কথায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে রাজ্যের নির্বাচনী প্রচারে আসবেন৷ তাছাড়া তালিকায় রয়েছেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্র মন্ত্রী কিরেণ রিজিজু, বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলী এবং বিজেপি নেতা মনোজ তিওয়ারী৷