BRAKING NEWS

প্রধানমন্ত্রীর ব্যস্ততায় পিছিয়ে গেল সংসদীয় বোর্ডের বৈঠক, বিজেপির প্রার্থী ঘোষণা ২৭শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচীর কারণে পিছিয়ে গেছে বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠক৷  ফলে, বুধবার প্রার্থী তালিকা ঘোষণা দিতে পারেনি বিজেপি৷ আগামী ২৭ জানুয়ারী সন্ধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷

তিনি জানান, বুধবার ভোরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইৎজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন৷ ফিরেই তিনি এশিয়ান রাষ্ট্রগুলির প্রধানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন৷ কারণ, বৃহস্পতিবার নয়াদিল্লিতে এশিয়ান রাষ্ট্রগুলির সামিট অনুষ্ঠিত হবে৷ তাই, বিজেপি’র সংসদীয় বোর্ডের প্রস্তাবিত বৈঠক আজ অনুষ্ঠিত হয়নি৷ তাঁর কথায়, আগামী ২৭ জানুয়ারী জানুয়ারী সন্ধ্যা ছয়টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে ত্রিপুরা সহ পূর্বোত্তরের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি’র প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে৷

বিপ্লববাবু জানিয়েছেন, প্রার্থী তালিকায় সমাজের সব অংশের প্রতিনিধিত্ব থাকবে৷ একই সঙ্গে বেশ কয়েকজন বিশিষ্ট, অতিবিশিষ্ট ব্যক্তিদের নামও থাকবে৷ মোটামুটিভাবে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানিয়েও দেওয়া হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, বিজেপি’র প্রার্থী তালিকায় সকলেই হবেন স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন এবং কঠোর পরিশ্রমী৷ তাঁর কথায়, যুবদেরই আধিপত্য থাকবে প্রার্থী তালিকায়৷ এদিকে, আইএনপিটি’র সাথেও জোট নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে বিপ্লববাবু জানিয়েছেন৷ তাঁর মতে, আগামী ২৭ জানুয়ারী যৌথ সাংবাদিক সম্মেলনে বিজেপি জোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *