বিজেপি’র প্রার্থী তালিকায় চূড়ান্ত রূপ দিতে আজ সংসদীয় বোর্ডের বৈঠক, ঘোষণা কাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ আগামী ২৫ জানুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করবে৷ প্রার্থী তালিকায় থাকতে পারে অতিবিশিষ্ট কয়েকজনের নাম৷ রাজ্য বিজেপি প্রভারী তথা সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধর মঙ্গলবার জানিয়েছেন, বিজেপি’র প্রার্থী তালিকা মোটামুটিভাবে চূড়ান্ত হয়ে গেছে৷ এখন শুধু সময়ের অপেক্ষা৷ সাংগঠনিক নিয়মনীতি অনুযায়ী প্রার্থী তালিকায় দলের সংসদীয় বোর্ড চূড়ান্ত অনুমোদনের জন্য বসবে৷ আর এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ জানুয়ারি সংসদীয় বোর্ডের বৈঠক বসবে৷ বৈঠকে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে৷

সুনীল দেওধর বলেন, ২৪ জানুয়ারি পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তের পর ২৫ জানুয়ারি আগরতলায় প্রার্থী তালিকা ঘোষণা হবে৷ প্রার্থী তালিকায় রাজ্যের বেশ কয়েকজন অতিবিশিষ্ট ব্যক্তিবর্গের নাম থাকবে৷ অধিকাংশ বিধানসভা কেন্দ্রে একজন করে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে৷ কয়েকটি ক্ষেত্রে দুই বা ততোধিক নাম রয়েছে৷ এগুলির বিষয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হবে৷ কয়েকজনের আসন রদবদল করার সম্ভাবাও রয়েছে৷ উল্লেখ করা যেতে পারে সংসদীয় বৈঠকে যোগ দিতে বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব এবং রাজ্য প্রভারী সুনীল দেওধর উভয়ই মঙ্গলবার দিল্লির উদ্দেশে আগরতলা ত্যাগ করেছেন৷ উভয়েই পালার্মেন্টারি বোর্ডের বৈঠকে উপস্থিতক থাকবেন৷

এদিকে, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে সক্রিয় জনজাতিভিত্তিক আঞ্চলিক দলগুলির সঙ্গে বিজেপি ঐক্য জোট গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে৷ ইতিমধ্যেই আইপিএফটি’র সঙ্গে সমঝোতা হয়ে গেছে৷ বিজেপি’র সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্য প্রভারী সুনীল দেওধর জানিয়েছেন, আইপিএফটির সঙ্গে আলোচনা শেষ হয়েছে৷ জোটের সামগ্রিক বিষয়বস্তু ও চূড়ান্ত হয়ে গেছে৷ এখন শুধু ঘোষণার বাকি৷ সর্বভারতীয় সভাপতি এই ঘোষণা দেবেন৷ একই সঙ্গে আসন সমঝোতাও হয়ে গেছে৷ যৌথ ঘোষণা অনুমোদনও দিল্লি থেকে দেওয়া হবে৷ সুনীল দেওধর আরও বলেন, শুধু আইপিএফটি-র সঙ্গে নয়, অন্যান্য জনজাতিভিত্তিক রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনা চলছে৷ এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না হলেও  আশা করা যায় ওই দলগুলির সঙ্গেও সমঝোতা হয়ে যাবে৷ পাহাড়ে বামবিরোধী জোট বিভাজন না হওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টাই নেওয়া হবে৷ এই লক্ষে কাজ চলছে৷ দু একদিনের মধ্যে সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে বলে তিনি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *