নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ আগামীকাল সরস্বতী দেবীর আরাধনা৷ প্রাচীন কাল থেকেই বিদ্যাদেবী সরস্বতীর বন্দনা ত্রিপুরার রাজন্দর থেকে শুরু করে শিক্ষাঙ্গনে ধুমধামে হবার ইতিহাস রয়েছে৷ কালের গর্ভে ওই সমস্ত ইতিহাস বর্তমান প্রজন্মের কাছ থেকে দূরে চলে গেলেও সরস্বতী দেবীর বন্দনা ঘিরে গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে৷ রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাঙ্গন ছাড়াও বিভিন্ন মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যমের কার্যালয় সহ ঘরে ঘরে দেবী সরস্বতী আরাধনার প্রস্তুতি চলছে৷ এইদিকে রবিরার ছুটির দিন হওয়া সত্ত্বেও মূর্তি পাড়া থেকে বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেবী সরস্বতী প্রতিমা বিভিন্ন মণ্ডপে মণ্ডপে নিয়ে যাচ্ছেন৷ এছাড়া রাজধানীর প্রধান বাজারগুলিতে পুজোকে ঘিরে ফল ফুল সহ অন্যান্য আণুষঙ্গিক পূজার উপকরণ কেনাকাটারও ধুম লেগেছে৷ আগামীকাল পঞ্চমী তিথি দুপুর ১ টা পর্য ন্ত রয়েছে৷ তবে পূজাক ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত রাখার বিষয়ে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহরে সিদ্ধান্ত নিয়েছে৷ রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় আধা সামরিক বাহিনীর জোয়ানরা মোতায়েন করা হয়েছে৷ যদিও নির্বাচন ঘোষণা হলেও পূজার আয়োজনে কোনও বেঘাত পরিলক্ষিত হচ্ছেনা৷
2018-01-22