বারামুল্লা, ২১ জানুয়ারি (হি.স.): পাক হামলায় গত কয়েকদিন ধরে রক্তাক্ত হচ্ছে ভারত-পাক সীমান্ত| পাকিস্তানি রেঞ্জার্সদের হামলায় শহিদ হচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা| রক্তাক্ত ঝরছে ভারত-পাক সীমান্তবর্তী গ্রামগুলিতে| এখানেই শেষ নয়, পাকিস্তানি হামলায় ব্যবসা বাণিজ্যও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কাশ্মীর উপত্যকায়| এমতাবস্থায় ভারত-পাক সম্পর্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি| রবিবার মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অনুরোধ করেছেন, ‘জম্মু ও কাশ্মীরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করবেন না|’
রবিবার বারামুল্লায় জেলায় মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, ‘সীমান্তে রক্তপাত হচ্ছে| গোটা দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে, কিন্তু কাশ্মীর উপত্যকায় ঠিক উল্টোটাই ঘটছে| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের কাছে অনুরোধ জম্মু ও কাশ্মীরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করবেন না| একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা উচিত|’
উল্লেখ্য, পাক হামলায় রবিবারও রক্তাক্ত হল ভারত-পাক সীমান্ত| রবিবার পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন ও গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্সরা| মর্টার, ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গোলগুলি বর্ষণ করে পাক সেনাবাহিনী| পাক হামলায় গুরুতর জখম হন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান চন্দন কুমার রাই (২৫)| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, চিকিত্সকরা বাঁচাতে পারেননি ওই বীর সেনা জওয়ানকে| হসাসপাতালেই মৃত্যুবরণ করেন বীর সেনা জওয়ান চন্দন কুমার রাই|