গুরুগ্রাম/লখনউ, ২১ জানুয়ারি (হি.স.): পদ্মাবত নিয়ে রাজস্থানের সঙ্গে গোটা দেশে বিক্ষোভ অব্যহত। এতদিন পদ্মাবত নিয়ে কর্নি সেনার দাপাদাপি রাজস্থানেই সীমাবদ্ধ ছিল। কিন্তু রবিবার হরিয়ানায় নিজেদের শক্তি প্রদর্শন করল কর্নি সেনা। এদিন হরিয়ানার গুরুগ্রামের সিনেমা হলগুলির কর্তিৃপক্ষকে কর্নি সেনার পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপির মাধ্যমে হল কর্তিৃপক্ষদের কাছে পদ্মাবত সিনেমা প্রর্দশন বন্ধ রাখার জন্য বলা হয়। উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি গোটা দেশে মুক্তি পাবে পদ্মাবত। এর পরেও যদি সিনেমাটি মুক্তি পায় এই প্রশ্ন করা হলে কর্নি সেনার পক্ষ থেকে জানানো হয়, অপেক্ষা করুন দেখতে পাবেন কি হয় ২৫ জানুয়ারি।
হরিয়ানার গুরুগ্রাম ছাড়াও উত্তরপ্রদেশের লখনউতে কর্নি সেনার পক্ষ থেকে উত্তরপ্রদেশের লখনউতে এদিন পোস্টার পোড়ায় কর্নি সেনার সমর্থকরা। এছাড়াও সিনেমাটি মুক্তি রুখতে তারা বিক্ষোভ দেখাতে থাকে লখনউয়ের রাজপথে। অন্যদিকে এদিন পদ্মাবত মুক্তি পেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে সুপ্রিমকোর্টের কাছে রিভিউ পিটিশন দায়ের করবে রাজস্থান সরকার।