দুমকা (ঝাড়খণ্ড), ২১ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের দুমকায় ট্রাক ও টাটা সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৮ জন পরীক্ষার্থীর| ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন| অ্যাম্বুল্যান্সে করে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, রবিবার সকালে সুমোতে চেপে দেওঘরে পরীক্ষা দিতে যাচ্ছিলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী| দুমকার কাছে একটি ট্রাকের সঙ্গে সুমোর মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৮ জন পরীক্ষার্থী| গুরুতর আহত অবস্থায় দু’জনকে ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে টাটা সুমো গাড়িতে চেপে দেওঘরে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী| দুমকার কাছে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে টাটা সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়| জোরালো সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮ জন পরীক্ষার্থীর| পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও, চালক পলাতক| পুলিশ সূত্রের খবর, মৃতদের প্রত্যেকের বাড়ি দুমকার রসিকপুর এলাকায়|