নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ নির্বাচনকে সামনে রেখে রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী৷ জানা গেছে, আরও ২০টি বগি বোঝাই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়ে একটি স্পেশাল ট্রেন আসছে ত্রিপুরায়৷ রেলের এক আধিকারিক জানিয়েছেন, আগামী ২/১ দিনের মধ্যে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নিয়ে ট্রেনটি চলে আসবে৷ শুক্রবার একটি স্পেশাল ট্রেনের ১৯টি বগিতে করে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী৷ এদিকে রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে কয়েক দফায় প্রায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে৷ আগামী ২৫ তারিখের মধ্যে প্রস্তাবিত ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসার কথা৷ ইতিমধ্যেই তাদের বিভিন্ন জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে৷ রাজ্যে আগত কেন্দ্রীয় বাহিনী তাদের টহলদারিও শুরু করে দিয়েছে বিভিন্ন এলাকায়৷ উল্লেখ্য, বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যে মোট ৩০০ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছিল৷
2018-01-21