গুয়াহাটি ও কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): আবারও ভূকম্পন অসম ও বাংলায়| সাত সকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ এবং অসমের বিস্তীর্ণ অঞ্চল| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.২| শনিবার সকাল পৌনে সাতটা নাগাদ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে অসমের কোকরাঝার| ঠিক একই সময়ে ভূকম্পনের টের পাওয়া যায় বাংলার উত্তরবঙ্গে| সাত সকালে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে| প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল ভূকম্পন| ভূমিকম্পের তীব্রতা শক্তিশালী না হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে|
ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, শনিবার সকাল ৬.৪৪ মিনিট নাগাদ ৫.২ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয় অসমের কোকরাঝারে| প্রায় ৫ সেকেন্ড ধরে কম্পন অনুভব করেছেন অসম ও উত্তরবঙ্গের বাসিন্দারা| ৫.২ তীব্রতার ভূমিকম্পের উত্সস্থল ছিল নিম্ন অসমের কোকরাঝার| উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের মানুষজন প্রায় ৫ সেকেন্ড ধরে ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপেছেন| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|