রাজ্যে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখছেন ডেপুটি নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ শুক্রবার তিনি ধর্মনগর এবং আমবাসায় দুই জেলার নির্বাচন সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করেছেন৷ ধলাই এবং উত্তর জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তিনি খোঁজ খবর নিয়েছেন৷ সহকারি নির্বাচন আধিকারিক তাপস রায় জানিয়েছেন, গতকাল থেকেই ডেপুটি নির্বাচন কমিশনার রাজ্যে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করছেন৷ আজ তিনি ধলাই এবং উত্তর জেলা সফর করেছেন৷ আগামীকাল তিনি আগরতলায় মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে বৈঠক করবেন৷

এদিকে শ্রী রায় আরো জানিয়েছেন, নির্বাচন কমিশনের অডিট টিম রাজ্যের ভোটার তালিকা খতিয়ে দেখছে৷ ইতিপূর্বে কমিশনের দুই আধিকারিক খোয়াই জেলায় ভোটার তালিকা খতিয়ে দেখেছেন৷ বাকি জেলাগুলিতেও ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *