নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : এবার সুপ্রিম কোর্টের চার বিচারপতির বিদ্রোহের জেরে সোমবার বিচারপতি বি এইচ লোয়ার মৃত্যুর মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। সম্প্রতি সুপ্রিম কোর্টের চার বিচারপতি সাংবাদিক বৈঠক করে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে যে বিষয়গুলি নিয়ে সরব হয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিল বিচারপতি বি এইচ লোয়ার মৃত্যুর মামলা। তাঁদের অভিযোগ ছিল, এই মামলার শুনানি ঠিকমত হচ্ছে না। এই সাংবাদিক বৈঠকের জেরেই নড়েচড়ে বসেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। তিনি এই মামলাটির শুনানি ‘উপযুক্ত বেঞ্চে’ হওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন। শনিবার সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রধান বিচারপতি, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চে শুনানি হবে।
এর আগে বিচারপতি লোয়ার মৃত্যু সংক্রান্ত মামলাটির শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টের দশম সবচেয়ে সিনিয়র বিচারপতি অরুণ মিশ্র ও অপর এক বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চে। এটা নিয়েই আপত্তি জানান ওই চার বিচারপতি। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিচারপতি মিশ্র। তিনি ভেঙে পড়ে বলেন, তাঁর কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তাঁকে অযথা নিশানা করা হচ্ছে। বিচারপতি জে চেলামেশ্বর অবশ্য বলেন, বিচারপতি মিশ্রকে নিশানা করা হচ্ছে না। তবে শেষপর্যন্ত প্রধান বিচারপতির বেঞ্চেই সরে গেল এই মামলা।