নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ আবারও অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটতে যাচ্ছিল উদয়পুর শহরে৷ অল্পেতে রক্ষাপেল উদয়পুর শহর৷ আজ বিকাল তিনটা নাগাদ উদয়পুর শহরের জওহর রোডের (কামিনী দাসের গলি) শ্যামল সাহার বাড়ীতে এসির বাইরে থাকা কমপ্রেসারে আগুন লাগে, মূহুর্তের মধ্যে ধোঁয়া বেরোতে থাকে৷ তা দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করে গৃহকর্তী৷ খবর দেওয়া হয় অগ্ণি নির্বাপক দপ্তরে৷ ছুটে যায় একটি ইঞ্জিন৷ তদন্তে যায় পুলিশ৷ আগেই এলাকার মানুষ আগুন নিভিয়ে ফেলে৷ রক্ষা পায় শহর৷ যদি তৎক্ষনাত নজরে না আসত তবে বড়সর বিপদ ঘটতে পারত শহরে৷ শ্যামল সাহা জানিয়েছেন তার এসি অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে৷ কি করে তাতে আগুন লাগল বুঝে উঠতে পারছেন না কেউ৷ ঘটনায় বিশেষ কোন ক্ষতি না হলেও আতঙ্কিত হয়ে পরেন শহর বাসী৷
2018-01-20