নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ বিজেপি’র সাথে আইপিএফটি’র নির্বাচনী জোট আগামীকাল চূড়ান্ত হবে৷ পাশাপাশি আইএনপিটি এবং এনসিটি’র সাথে সমঝোতা শনিবারের মধ্যে চূড়ান্ত রূপ নেবে৷ বৃহস্পতিবার জোট নিয়ে আলোচনা করতে এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি’র ১২ সদস্যের এক প্রতিনিধি দল গুয়াহাটি গিয়েছেন৷ বিকেলে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব, রাজ্য প্রভারী সুনীল দেওধর এবং জনজাতি মোর্চার প্রভারী যিষ্ণু দেববর্মাও গুয়াহাটি গেছেন৷ গুয়াহাটিতে ত্রিপুরার নির্বাচন প্রভারী ড হিমন্ত বিশ্বশর্মার সাথে বিজেপি প্রদেশ নেতৃত্ব এবং আইপিএফটি’র বৈঠক হয়েছে৷ গভীর রাত পর্যন্ত বৈঠকের নির্যাশ সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি৷ তবে, শুক্রবার আইপিএফটি’র সাথে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে বিজেপি বলে সূত্রের দাবি৷
এদিকে, আইএনপিটি এবং এনসিটি’র সাথে জোট নিয়ে বিজেপি বৈঠক করবে আগামীকাল থেকে৷ সূত্রের খবর, শনিবারের মধ্যে আইএনপিটি এনসিটি’র সাথে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপি৷ এরপরই প্রার্থী তালিকা ঘোষণা দেওয়া হবে বলে দাবি সূত্রের৷