নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জানুয়ারি৷৷ প্রথমাকে খুন করে দ্বিতীয়া স্ত্রীকে নিয়ে পালিয়েছে স্বামী৷ ঘটনাটি ঘটেছে বিশালগড়স্থিত মুড়াবাড়ীর বিরেন্দ্রনগর এলাকায়৷ পারিবারিক কলহের কারণে ওই গৃহবধূকে বেদমভাবে মারপিট ও শাবল দিয়ে মাথায় আঘাত করে খুন করে স্বামী টিংকু নমঃ (৩৮)৷ কন্যা সন্তানের জননী রূপালী নমঃ (২৭) কে মঙ্গলবার রাতে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ তবে, স্বামী টিংকু নমঃ তিনটি বিয়ে করেছে বলে জানা গেছে৷ প্রথমা স্ত্রীকে মেরে দ্বিতীয় স্ত্রী উমা নমঃ (২৬) কে নিয়ে বুধবার গাঁ ঢাকা দেয়৷ দ্বিতীয়া স্ত্রীর বাপের বাড়ি আমতলী কালীবাজার সংলগ্ণ এলাকায়৷ টিংকুর পেশায় গাড়ী চালক৷ কেন বা কি কারণে রূপালীকে খুন করল এই ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত জানাতে পারেনি৷ মতাবাড়ী এলাকায় বাপের বাড়িতে রয়েছে টিংকুর একমাত্র মেয়ে যমুনা নমঃ বয়স (১১)৷ যমুনা পুলিশকে জানায়, মকর সংক্রান্তীর দিনে দ্বিতীয়া স্ত্রী উমাকে নিয়ে টিংকু তার বাড়িতে আসে৷ তখন স্বামী ও স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়৷ অবশেষে দ্বিতীয়া স্ত্রীকে নির্মমভাবে শাবল ও কাঠের মগুর দিয়ে আঘাত করে খুন করেছে বাবা৷ এই নিষ্পাপ মেয়েটি পুলিশকে একথা গুলো বলে মা মা করে কান্নায় ভেঙ্গে পড়েছে৷ এলাকাবাসী সূত্রে খবর টিংকু প্রতিদিনই অত্যাচার করত রূপালীর উপর৷ পুলিশের তদন্তে আসে টিংকু বিভিন্ন রকম কুকর্মের সঙ্গেও যুক্ত থাকতে পারে বলে ধারনা৷ মৃতার পরিবার সূত্রের খবর, ১৩ বছর হয়েছে রূপালীর বিয়ে হয় টিংকু নমঃর সাথে৷ টিংকুর এ কুকৃর্তীর কথা অল্প অল্প করে যখন রূপালীর কানে পৌঁছেছে তখনই অশান্তি লেগে থাকত তাদের মধ্যে৷ এও অভিযোগ সে রূপালীর পরিবারে টাকা কম দিত, মেয়েকে নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল৷ এজন্যও প্রায়ই অশান্তি লেগে থাকত তাদের মধ্যে৷ প্রসঙ্গত, প্রথমা স্ত্রীকে বুধবার সাতসকালে খুন করে পালিয়েছে স্বামী৷ এগারো বছরের কন্যা যমুনা ঘটনা এলাকায় জানালে পুলিশকে খবর দেয় তারা৷ এবং মৃতার পরিবারের পক্ষ থেকে রূপালীর স্বামী টিংকুর বিরুদ্ধে খুনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয় বিশালগড় মহিলা থানায়৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
2018-01-18