নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকারের সংস্কারহীন টাওয়ার ভেঙ্গে পড়ে বসত ঘরের চালে৷ অল্পেতে রক্ষা পেল বাড়ির লোকজন৷ ঘটনাটি ঘটেছে বুধবার সাতসকালে অমরপুর মহকুমার রাউখল পাড়া এলাকায়৷ টাওয়ার ভেঙ্গে পড়ার পর টাওয়ারের কর্মীরা সংস্কার করতে গিয়ে ক্ষুব্ধ জনতার হাতে উত্তম মধ্যম খেয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশকে বেগ পোহাতে হয়৷ জানা গিয়েছে টাওয়ারটি ভেঙ্গে পড়ে দুটি বাড়ির চারটি ঘরের টিনের চাল দুমড়ে মুচড়ে গিয়েছে৷
সরকারী নিম্নমানের কাজ এবং তদারকির খেসারত দিতে হলো স্থানীয়দের৷ আচমকা ভেঙ্গে পড়েছে কেন্দ্রীয় সরকারের চ্যানেল সম্প্রচারকারী টি ভি টাওয়ারটি৷ অভিযোগ টিনের চালে টাওয়ার ভেঙ্গে পড়ার খবর পেয়ে সময়মতো পৌঁছায়নি বিপর্যয় মোকাবিলা টিম৷ দীর্ঘসময় বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়ে বাড়ির লোকজন৷ প্রবল জনরোষের মুখে পড়তে হয়েছে দেরিতে আসা বিপর্যয় মোকাবিলাকারী কর্মীদের৷ জানা গিয়েছে, দিনভড় চেষ্টার পর টাওয়ারটিকে সরাতে সক্ষম হয় প্রশাসন৷ জনবহুল এলাকায় টাওয়ার ভেঙ্গে বসতঘরে পড়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে৷ লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছে দুটি পরিবার৷ জীবনহানি না ঘটলেও ক্ষতির ব্যয়ভার সরকারকে বহন করার দাবী জানায় ক্ষতিগ্রস্থরা৷