নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি৷৷ দিব্যাঙ্গদের নিয়ে কেন্দ্রীয় সরকার গৃহীত কর্মসূচি রাজ্যে বাস্তবায়ন না করার
অভিযোগ করেছেন কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিজয় সামপ্লা৷ কেন্দ্রীয় সরকারের ঘোষিত প্রকল্পগুলি সম্পর্কে রাজ্য সরকারকে বিস্তারিত অবগত করা হলেও সংশ্লিষ্ট বিষয়ে কোনও ধরনের পদক্ষেপ কিংবা প্রস্তাব না পাঠানোর অভিযোগ তুলেছেন তিনি৷ পাশাপাশি, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷
মঙ্গলবার গীতাঞ্জলী অতিথিশালায় কেন্দ্রীয় সমাজ কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিজয় সামপ্লা সাংবাদিক সম্মেলনে বলেন, তফশিলী জাতি, দিব্যাঙ্গ, নেশামুক্তি প্রভৃতি বিষয়ে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রাজ্য সরকারের কর্মকান্ড নিয়ে আমার কাছে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে৷ এসমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার গত তিন বছরে বেশ কিছু কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে৷ কিন্তু এর কোনও প্রভাব এই রাজ্যে পড়েনি৷
তাঁর বক্তব্য, এই রাজ্যে দিব্যাঙ্গরা প্রকল্পগুলির মাধ্যমে উপকৃত হতে পারলেও রাজ্য সরকার এসব এক্ষেত্রে অনীহা দেখিয়ে এসেছে৷ তিনি বলেন, মোদী সরকার ক্ষমতায় আসার পর দিব্যাঙ্গদের নিয়ে আইনের সংশোধন করা হয়েছে৷ আগে মাত্র সাত ধরনের দিব্যাঙ্গ চিহ্ণিত করা হত৷ কিন্তু এখন এই সংখ্যা বাড়িয়ে ২১ করা হয়েছে৷ রাজ্য সরকার পূর্বের আইনের সংশোধনের বিষয়ে কোনও ধরনের ব্যবস্থাই নেয়নি৷ নতুন আইনের বিষয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যকে অবহিতও করেছে৷ তা সত্বেও, রাজ্য সরকারের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি৷
তিনি আরও উল্লেখ করেন, সারা দেশে ১৬০০ টি আবাসন দিব্যাঙ্গদের জন্য তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু রাজ্য সরকার এ বিষয়ে এখনও সম্পূর্ণ উদাসীন৷ রাজ্যে ১৪টি এ ধরনের বাড়ি হওয়ার কথা ছিল৷ কিন্তা রাজ্য সরকার কোনও প্রস্তাবই পাঠায়নি৷
তিনি বলেন, ত্রিপুরা সরকার নেশামুক্তি প্রকল্পে এনজিওদের মাধ্যমে কিছু নেশামুক্তি সেন্টার গড়ে তুলতে পারতো৷ রাজ্য সরকারকে এসব বিষয়ে জানানো হয়েছে৷ এবিষয়ে ১০০ শতাংশ আর্থিক সহায়তাই কেন্দ্রের৷ কিন্ত আজ পর্যন্ত রাজ্য সরকার কোনও প্রকল্প তৈরি করে পাঠায়নি৷ কেন্দ্রীয় সরকার নেশা সামগ্রী ত্যাগ করে যারা স্বাভাবিক জীবনে আসতে চায় তাদেরকেও সম্ভাব্য সহায়তা করে স্বনির্ভর হওয়ার জন্য৷ কিন্তু এসবে রাজ্য সরকারের কোনও প্রতিফলনই নেই৷ তিনি উল্লেখ করেন, যেখানে রাজ্য সরকার এতটা উদাসীন এবং উন্নয়নের বিষয়ে অনীহা দেখাচ্ছে সেখানে রাজ্যবাসী বিশেষ কিছু প্রত্যাশাই করতে পারে না৷ তাই রাজ্যে এমন সরকার থাকা প্রয়োজন যাঁদের ইতিবাচক ভূমিকা থাকবে৷