গৌতম সরকার হত্যা মামলায় ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ চিত্তরঞ্জন রোডে গৌতম সরকার হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ প্রতাপগড়ের এক যুবককে গ্রেপ্তার করেছে৷ তার নাম শিবু দাস৷ বাড়ি প্রতাপগেেড়র ঋষি কলোনীতে৷ পূর্ব থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে৷ পুলিশের আবেদন মোতাবেক বিচারক অভিযুক্তকে পাঁচদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন৷ উল্লেখ্য সম্প্রতি আগরতলায় চিত্তরঞ্জন রোডে ড্রেনের মধ্যে গৌতম সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *