ভূয়ো ভোটার নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এলেন কমিশনের টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ ভারতের নির্বাচন কমিশনের দশ-বারো জনের একটি টিম রাজ্যে এসেছেন৷ তাঁরা রাজ্যে আসন্না বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রকাশিত চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা নিয়ে উত্থাপিত অভিযোগগুলি খতিয়ে দেখছেন৷ রবিবার খোয়াই জেলাতে দুনজন আধিকারীক গিয়েছেন বলে জানা গিয়েছে৷ যেহেতু খোয়াইয়ে দুজন আধিকারীক গিয়েছেন তাতে স্বাভাবিক ভাবেই অনুমান করা হচ্ছে রাজ্যের অন্যান্য জেলাতেও এই টিমের অন্যান্য আধিকারীকরা পৌঁছে গিয়েছেন৷ আগামীকাল সোমবার নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সংশ্লিষ্ট জেলার নির্বাচনের সাথে যুক্ত রাজ্য সরকারের আধিকারীকদের সাথে কথা বলবেন এবং ভোটার তালিকা নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলি খতিয়ে দেখবেন৷ বিশেষ করে রিটার্নিং অফিসারদের সাথে বৈঠক করে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখবেন তণারা৷
জানা গিয়েছে, বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই ভোটার তালিকায় বহু ভূয়ো ভোটার রয়েছে বলে কমিশনের কাছে অভিযোগ করেছে৷ ধারণা করা হচ্ছে এইসব ভূয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতেই নির্বাচন কমিশনের সেকশন অফিসারদের এই টিম রাজ্যে এসেছেন৷ এদিকে, আগামী ১৮ জানয়ারি রাজ্যে আসছেন ভারতের নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ তাঁর রাজ্য সফরের আগেই ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট তৈরী করে নিতেই এই প্রতিনিধি দলের রাজ্য সফর৷ প্রসঙ্গত, চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশের সময় সরকারী তথ্য মোতাবেক জানা গিয়েছে প্রায় ৩৮ হাজার ভূয়ো ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে৷ যদিও একটি রাজনৈতিক দলের দাবি আরও প্রায় ষাট হাজার ভূয়ো ভোটার তালিকায় রয়ে গিয়েছে৷ এইসব ভূয়ো ভোটারের নাম নিয়েই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *