কলকাতা, ১৪ জানুয়ারি ( হি.স.): ইজরায়েলের একটি সংস্থা ‘দি গোল্ডা মেয়ার মাউন্ট কারমেল ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার’ সংক্ষেপে এম সি টি সি মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বিশ্বজুড়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ৷ ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ওমেন লিডার্স’ শীর্ষক আলোচনা চক্রে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, মুখ্যমন্ত্রী সেখানে যাবেন কিনা সে বিষয়ে কোনো সূত্রই কিছু বলতে পারে নি ৷ কেননা, এখনও সে বিষয়ে কিছু ঠিক হয়নি ৷
নবান্নের এক আধিকারিক জানিয়েছেন,ইজরায়েলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের নামাঙ্কিত ওই আন্তর্জাতিক সংস্থাটি রয়েছে হাইফা শহরের মাউন্ট কারমেলে । ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি লিঙ্গ বৈষম্য এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে আসছে । এশিয়া, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন মহাদেশে কাজ করে এই সংস্থা । এই সংস্থা তুলে ধরে বিশ্বের সেই সমস্ত মহিলা নেত্রীদের, যাঁরা এই নিয়ে কাজ করে চলেছেন ।গত ৫৪ বছর ধরে আন্তর্জাতিক যে সম্মেলন এম সি টি সি করে আসছে, তার নাম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ওমেন লিডার্স’।
এরআগে গত নভেম্বরে সিস্টার নিবেদিতাকে সামনে রেখে ব্রিটিশ সরকারের আমন্ত্রণে লন্ডনে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সিস্টার নিবেদিতাকে এবার গোল্ড প্লাক সম্মান দেয় ব্রিটিশ সরকার । তাঁর উইম্বলডনের বাড়িতে ছিল অনুষ্ঠান । সেখানে প্রধান অতিথি ছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মাত্র ৪৪ বছরের জীবনের বড় সময়টাই এরাজ্যে কাটিয়েছেন নিবেদিতা । বাংলার হয়ে ভগিনী নিবেদিতাকে শ্রদ্ধা জানান তিনি । ব্রিটেন সফরে আরও একগুচ্ছ কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর । বিখ্যাত অনাবাসী শিল্পপতির সঙ্গে আলোচনা, বণিকসভার সঙ্গেও বৈঠক করেন তিনি । কয়েক মাস আগেই কন্যাশ্রী প্রকল্পের জন্য নেদারল্যান্ডসের হেগ শহরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করেছে ইউনেস্কো ৷ ওয়াকিবহাল মহলের মতে, রাষ্ট্রসংঘের মঞ্চে কন্যাশ্রীকে বিশ্বসেরা করে গোটা দুনিয়ার কাছে নারীর ক্ষমতায়নের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইজরায়েল তাঁর অবদানকে সম্মান জানাতে চাইছে ৷ এখানে বলা প্রয়োজন, ইউনেস্কো এবং ইউ এন ডি পি ইজরায়েলের এম সি টি সি-র এই সম্মেলনের অন্যতম অংশীদার ৷