রায়পুর, ১২ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের দক্ষিণ বস্তার রিজিওনের সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন কনস্টেবল| আশঙ্কাজনক অবস্থায় সিআরপিএফ-এর ওই জওয়ানকে হেলিকপ্টারে করে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে|
গভীর রাত ১২.৩০ মিনিট নাগাদ (শুক্রবার) সুকমা জেলার পিদমেল এলাকায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| শ্যুটআউট চলাকালীন গুলিবিদ্ধ হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন কনস্টেবল| আশঙ্কাজনক অবস্থায় ওই সিআরপিএফ কনস্টেবলকে হেলিকপ্টারে করে রায়পুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, ওই জওয়ানের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল|
বৃহস্পতিবার রাতেই ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় কুখ্যাত দুই মাওবাদী| বৃহস্পতিবার রাতে হাজারিবাগ জেলার দোনাই খুর্দ এলাকায় ঘন জঙ্গলে যৌথ অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ২২ ব্যাটেলিয়ন এবং ঝাড়খণ্ড পুলিশ| মাওবাদী দমন অভিযান চলাকালীন আচমকাই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী| রাত ১১.২৩ মিনিট নাগাদ নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়| এনকাউন্টারে খতম হয়েছে কুখ্যাত দুই মাওবাদী|