নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : ভারত নিজেদের জায়গা কোনও শত্রুর প্রবেশ বরদাস্ত করবে না। বেজিংকে হুঁশিয়ারি দিয়ে শুক্রবার একথা বলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত | এদিন তিনি বলেন চিন শক্তিশালী, তবে ভারতও কোন ভাবেই দুর্বল নয়। ভারত যে কোনও ছাড় দেবে না, সেকথা সাফ জানিয়ে দিলেন তিনি।
এদিন জেনারেল বিপিন রাওয়াত জানান, এবার সময় এসেছে উত্তরের দিকে নজর দেওয়ার। তাঁর মতে, যে কোনও বিদেশি আগ্রাসনের মোকাবিলা করতে প্রস্তুত ভারতের সামরিক বাহিনী । এবার চিন সীমান্তের দিকে বেশি করে নজর দেওয়ার সময় এসেছে বলে উল্লেখ করেন তিনি। চিন যে বারবার সীমান্তে এগিয়ে আসার চেষ্টা করছে সেকথাও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক কালে, ভারতের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রকে বিপুল আর্থিক সহায়তা দিয়ে নিজেদের দিকে টানার প্রক্রিয়া চালাচ্ছে চিন। এ প্রসঙ্গে, এদিন সেনাপ্রধান জানিয়ে দেন, ভারত তা হতে দেবে না। তিনি বলেন, চিন শক্তিশালী হতেই পারে। তাই বলে ভারত কোনও অংশে দুর্বল নয়। গত বছর ডোকলাম সংঘাতের পর ডিসেম্বরে ফের চিনা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ভারতের সীমান্তের এপারে এসে বেশ কিছুটা রাস্তাও বানিয়ে ফেলে একদল চিনা শ্রমিক।
সম্প্রতি, সেনাবাহিনী যে রিপোর্ট কেন্দ্রকে দিয়েছে, তা থেকেই স্পষ্ট যে চিন কিভাবে ভারতের দিকে ক্রমশ এগিয়ে আসছে। দেখা গিয়েছে ২০১৭ তে সীমান্ত পেরনোর ঘটনা দ্বিগুণ হয়েছে। ২০১৬ তে ২৭১ বার সীমান্ত লঙ্ঘন করার চেষ্টা হয়েছিল চিনের তরফে। আর ২০১৭ তে সেই সংখ্যা দ্বিগুণ হয়ে ৪১৫ হয়েছে। এই সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে ভারতের গোয়েন্দাদের কপালে।
এদেশের ভূখণ্ডে চিনা আগ্রাসন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, আমাদের ভূখণ্ডে অন্য দেশের অনুপ্রবেশ বরদাস্ত করব না। চিনের পাশাপাশি এদিন পাকিস্তানকেও একহাত নেন রাওয়াত। সন্ত্রাস মোকাবিলা নিয়ে পাকিস্তানের ভূমিকায় অসন্তুষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসলামাবাদকে দেওয়া সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে। সেনাপ্রধান বলেন, এর কী প্রভাব পড়ল, তা দেখার অপেক্ষায় থাকবে ভারত। তিনি যোগ করেন, পাকিস্তান জঙ্গিদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। আর ভারতীয় সেনা নিশ্চিত করে যাতে পাকিস্তান কঠিন সমস্যায় পড়ে।