লালুপ্রসাদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার, ট্যুইটারে প্রতিক্রিয়া শত্রুঘ্ন সিনহার

পটনা, ৭ জানুয়ারি (হি.স.) : লালুপ্রসাদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার | পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সাড়ে তিন বছরের কারাদণ্ড হওয়ায় রবিবার ট্যুইটারে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিক্ষুব্ধ বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা|
গতকালই পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের সাজা শুনিয়েছে রাঁচির বিশেষ সিবিআই আদালত | লালুর কারাদণ্ড নিয়ে এদিন ট্যুইটারে একাধিক পোস্ট করে নিজের হতাশা ব্যক্ত করেন বিক্ষুব্ধ এই বিজেপি সাংসদ। তিনি ট্যুইট করে হতাশা প্রকাশ করে অভিযোগ করেছেন, লালুপ্রসাদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার|
ট্যুইটারে তিনি লিখেছেন, ‘আমি সুস্থ রাজনীতিতে বিশ্বাস করি, রাজনৈতিক প্রতিহিংসায় না। রাজনীতির জগতের লোক হিসেবে এ কথা বলছি না, পারিবারিক বন্ধু হিসেবে বলছি। কে কী বলল, তাতে আমার কিছু এসে যায় না।
অপর এক ট্যুইটে শত্রুঘ্ন দাবি করেন লালু অবিলম্বে জামিনে মুক্তি পাবেন বলে আশা করছি। আশা করি তাঁর ব্যথিত পরিবার ও শুভানুধ্যায়ীরা উচ্চ আদালতে যাবেন এবং প্রত্যাশিত সুবিচার পাবেন। সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *