রাঁচি, ৮ জানুয়ারি (হি.স.): পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় সাড়ে ৩ বছরের কারাদণ্ড হয়েছে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের| গত ৬ জানুয়ারি, সাজা ঘোষণার দিনই লালু পুত্র তেজস্বী যাদব এবং তেজপ্রতাপ যাদব বলেছিলেন, জামিনের আবেদন করা হবে উচ্চ আদালতে| সেই মতো সোমবার লালু প্রসাদ যাদবের আইনজীবী প্রভাত কুমার জানালেন, আগামী কয়েক দিনের মধ্যেই ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করা হবে| লালুর আইনজীবী এদিন জানিয়েছেন, ‘আগামী শুক্রবার অথবা সোমবার হাইকোর্টে জামিনের আবেদন করা হবে|’
উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাড়ে ৩ বছরের কারাদণ্ড হয়েছে লালু প্রসাদ যাদবের| পাশাপাশি লালুকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত| দেওঘর পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ২০১৭ সালের ২৩ ডিসেম্বর সিবিআইয়ের বিশেষ আদালতে দোষীসাব্যস্ত হয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব| তবে, আদালত মুক্তি দিয়েছে বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ৬ জনকে|