নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাঁচাতে সংসদে আইন আনলে সিপিএম সমর্থন জানাবে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একথা বলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷
এদিন সাংবাদিক সম্মেলনে বিজনবাবু কটাক্ষের সঙ্গে বলেন, ১০৩২৩ জন শিক্ষকদের পুণঃনিয়োগ এখনই করুক কেন্দ্রীয় সরকার৷ আগামী ১লা ফেব্রুয়ারী থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে৷ আইনের সংশোধনী এনে কিংবা অর্ডিন্যান্স জারী করে চাকুরীচ্যুত শিক্ষকদের শিক্ষকতায় পুণঃনিয়োগ করা হলে সিপিএম সাধুবাদ জানাবে৷ এদিন তিনি কটাক্ষ করে বলেন, চাকুরীচ্যুত শিক্ষকদের পুণঃনিয়োগের ঘোষণা শুধুই বিজেপির ভাওতাবাজী৷ লোকসভা নির্বাচনের আগে দেশবাসীর একাউন্টে ১৫ লক্ষ টাকা এবং বছরে ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতির মতোই চাকুরীচ্যুতদের শিক্ষকদের জন্য ভরসা দিচ্ছে বিজেপি৷
এদিন তিনি বলেন, চাকুরীচ্যুত শিক্ষকদের পুণঃনিয়োগে সংসদে সংশোধনী নিয়ে আসুক কেন্দ্র৷ তাতে সমর্থন জানাবে সিপিএম৷ এদিন তিনি বিদ্রুপ করে বলেন, চাকুরীচ্যুত শিক্ষকদের পুণঃনিয়োগ রাজ্য বিধানসভার মাধ্যমে সম্ভব এমন আবহাওয়া রাজ্যে তৈরী করা হচ্ছে৷ বিজেপি সরকার গঠন করলেই তা সম্ভব বলে দাবি করা হচ্ছে৷ তিনি প্রশ্ণ তুলে বলেন, বিজেপি পারলে সিপিএম তা কেন পারবে না৷ কিভাবে তা সম্ভব তা বাতলে দেওয়ার জন্য বিজেপির উদ্দেশ্যে খোঁচা দেন বিজনবাবু৷ তিনি বলেন, বিধানসভার মাধ্যমে যদি চাকুরীচ্যুত শিক্ষকদের পুণঃনিয়োগ সম্ভব হয় তা করার শলাপরামর্শ কেন্দ্রীয় সরকারও তো দিতে পারে৷ তাঁর দাবি, সুপ্রিম কোর্টের রায় একমাত্র সংসদ অর্ডিনেন্স জারি করে বাতিল করতে পারে৷ এক্ষেত্রে রাজ্য বিধানসভার কোন কিছুই করার সুযোগ নেই৷ এদিন তিনি বলেন, যারা একসময় চেয়েছিলেন শিক্ষকদের চাকুরী বাতিল হোক, তারাই আজ তাদের জন্য মাঠে নেমেছেন৷