আচমকা স্টার্ট দিয়ে গাড়িসহ দুই শিশু তলিয়ে গেল গোমতীতে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ জানুয়ারী৷৷ নিউট্রলে থাকা গাড়িতে আচমকা স্টার্ট দিয়ে বিপত্তি৷ গাড়ি সহ দুই শিশু তলিয়ে গেল গোমতীর উৎপত্তিস্থল ডম্বুরে৷ শত চেষ্টা চালিয়ে ঐ দুই শিশুর কোন হদিশ পায়নি ফায়ার সার্ভিস সহ উদ্ধারকারী টিম৷ শেষ পাওয়া সংবাদে জানা গিয়েছে উদ্ধার করা সম্ভব হয়নি ঐ দুই শিশুকে৷ ঘটনাটি ঘটেছে, শনিবার বিকালে অমরপুর মহকুমার ডম্বুরে৷ তলিয়ে যাওয়া দুই শিশুর মধ্যে একজনের নাম জানা গিয়েছে৷ আরাধ্য হাজরা৷ বয়স ছয় বছর৷ অন্যজনের নাম জানা যায়নি৷ ঐ শিশুটি শংকর হাজরার বন্ধুর মেয়ে৷ বয়স চার বছর৷

সংবাদে প্রকাশ, শনিবার অমরপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শংকর হাজরা পরিবারের লোকজনদের নিয়ে ডম্বুরে গিয়েছিলেন পিকনিক করার জন্য৷ যদিও তিনি অমরপুরের ব্যবসায়ী, কিন্তু থাকতেন উদয়পরে৷ এদিন দুপুরে গাড়ি নিয়ে অমরপুরের ডম্বুরে গিয়েছিলেন৷ গাড়িটি রাস্তার পাশে পার্কিং করে রেখে সবাই নেমে পড়েন৷ গাড়িতে ছিল নাবালক ছেলে আরাধ্য হাজরা৷ তারপর প্রায় একই বয়সের আরও এক শিশু গাড়িতে গিয়ে বসে৷ হঠাৎ শিশুরা খেলার ছলে চাবি দিয়ে গাড়ি স্টার্ট করে দেয়৷ দুর্ভাগ্যবশতই হোক আর অসাবধানতা বশত গাড়িটি নিওট্রল মোডে ছিল৷ স্টার্ট হতেই গাড়িটি ছুটি চলতে থাকে৷ তখনই প্রত্যক্ষদর্শীরা চিৎকার চেচামেচি শুরু করে৷ কিন্তু, কোন কিছু করার আগেই দুই শিশু সহ গাড়িটি গোমতীতে পড়ে যায়৷ সাথে সাথেই তল্লাসী শুরু হয়৷ কিন্তু, দুই শিশুর কোন হদিশ পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *