বান্দিপোরা, ৭ জানুয়ারি (হি.স.): পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে রবিবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার বনভারি গ্রামের হাজিন এলাকা একটি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে এ কে-৪৭ এর একটি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। ম্যাগাজিনের মধ্যে প্রায় ৩০ রাউন্ড গুলি ছিল। এছাড়াও তার কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে জেরায় ওই ব্যক্তি স্বীকার করে নিয়েছে তার সঙ্গে লস্কর-ই-তৈবার সম্পর্ক রয়েছে এবং নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার হয়ে তিনি কাজ করে যাচ্ছিলেন। ধৃত ব্যক্তির নাম ইদ্রিশ আহমেদ বাবা। তার বাবার নাম মুজাফফর আহমেদ বাবা। ধৃতের বিরুদ্ধে স্থানীয় হাজিন থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সূত্রের দাবি বিশেষ সূত্র থেকে খবর পাওয়ার পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উল্লেখ্য, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের একটি সিআরপিএফ ক্যাম্পে জঙ্গিরা হামলা চালায়। তার পরে গোটা রাজ্য জুড়ে চিরুনি তল্লাশি শুরু করে প্রশাসন। অন্যদিকে প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করেছে ওই ব্যক্তি চরের কাজ করত। তদন্ত চলছে।