নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : বিশ্বকাপ খেলতে পাকিস্তানে যাওয়ার সরকারিভাবে অনুমতি দেওয়া হল না ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দলকে৷ প্রাথমিক সূচি অনুযায়ী ৮ জানুয়ারি ফয়জলাবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল৷ পরে লিগের আরও দু’টি ম্যাচ পাকিস্তানে খেলে সংযুক্ত আরব আমীরশাহী উড়ে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের৷
সরকারি ছাড়পত্র না মেলায় সুচি মেনে পাকিস্তানে খেলতে যাওয়া সম্ভব নয় ভারতীয় ক্রিকেটারদের৷ পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল বাধ্য হয়েই সূচিতে রদবদল করে৷ পরিবর্তিত পরিস্থিতিতে ৮ জানুয়ারি আমীরশাহীর আজমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে ভারত৷ একই মাঠে তারা পরের চারটি লিগ ম্যাচ খেলবে যথাক্রমে শ্রীলঙ্কা (১০ জানুয়ারি), পাকিস্তান (১২ জানুয়ারি), বাংলাদেশ (১৩ জানুয়ারি) ও নেপালের (১৪ জানুয়ারি) বিরুদ্ধে৷
ফাইনালে উঠলে ২১ জানুয়ারি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে খেলতে যাওয়ার কথা ভারতের৷ তবে সরকারি নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে বিকল্প কেন্দ্রও তৈরি রেখেছে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল৷ ভারত ফাইনালে জায়গা করে নিলে এবং সরকারি তরফে পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করা হলে ১৯ জানুয়ারি শারজায় অনুষ্ঠিত হবে খেতাবি লড়াই৷