নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ পৃথক রাজ্যের দাবির বাস্তবতা খতিয়ে দেখার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন মোডালিটি কমিটি
গঠনে সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আগামী ৮ কিংবা ৯ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করবে৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা৷ তাঁর কথায়, দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে৷ তাই, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির সাথে জোট করবনা কিংবা তা মানবনা, এমনটা বলার সুযোগ নেই৷ তাতে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে আইপিএফটির জোট একপ্রকার নিশ্চিত বলেই মনে হচ্ছে৷
এদিন দিল্লি থেকে টেলিফোনে এনসি দেববর্মা জানান, সকাল ১০ টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারী আবাসনে পৃথক রাজ্যের দাবি নিয়ে বৈঠক হয়েছে৷ তিনি জানান, পৃথক রাজ্যের দাবি নিয়ে আবারও দ্বিপাক্ষিক কিংবা ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাব রাখা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে৷ এই বৈঠকের আগে উচ্চ ক্ষমতা সম্পন্ন মোডালিটি কমিটি গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে৷ এনসি দেববর্মা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কমিটি গঠনের প্রস্তাবে সায় দিয়েছেন৷ আইপিএফটির প্রতিনিধি দলকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী ৮ কিংবা ৯ জানুয়ারি এই কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করবে স্বরাষ্ট্রমন্ত্রক৷
এদিন এনসি দেববর্মা এই কমিটি সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বৃতি দিয়ে জানান, কেন্দ্রীয় আইনমন্ত্রক, কেন্দ্রীয় উপজাতি কল্যাণমন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব স্তরের আধিকারিক, উপজাতিদের নিয়ে কাজ করেছেন এমন জাতিয় স্তরের কয়েকজন বিশেষজ্ঞ এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠিত হবে৷ কমিটির সদস্যরা দীর্ঘ সময় রাজ্যে অবস্থান করে পৃথক রাজ্যের বাস্তবতা নিয়ে তথ্য সংগ্রহ করবেন৷ পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং জনগনের মতামত সংগ্রহ করবেন কমিটির সদস্যরা৷ এর ভিত্তিতে পৃথক রাজ্য গঠনের বাস্তবতা আদৌ রয়েছে কিনা সে মোতাবেক রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দেওয়া হবে৷ যদি কমিটির রিপোর্টে পৃথক রাজ্য গঠনের বাস্তবতা রয়েছে বলে উল্লেখ থাকে, তখনই কেন্দ্রীয় সরকার এই বিষয়টি চিন্তাভাবনা করে দেখবে৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে দুপুর দেড়টায় সংসদে প্রধানমন্ত্রীর অফিসে আইপিএফটির প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে মিলিত হন৷ প্রধানমন্ত্রীকে আইপিএফটির প্রতিনিধিরা উপজাতিদের বিভিন্ন সমস্যাগুলি বিস্তারিত জানিয়েছেন৷ এবিষয়ে এনসি দেববর্মা জানান, প্রধানমন্ত্রী তাদের সমস্ত বক্তব্য মনযোগ দিয়ে শুনেছেন৷ প্রধানমন্ত্রী তাদের সমস্যা সম্পর্কে অবগত রয়েছেন বলে জানিয়েছেন৷ পাশাপাশি তাঁদের সমস্যাগুলি দ্রুত সমাধানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন৷
এনসিবাবু জানান, তাদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ইতিবাচক সাড়া মিলেছে৷ ফলে, বিজেপির সাথে জোট নিয়ে আইপিএফটির অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়৷ এবিষয়ে এনসি দেববর্মা জানান, জোট নিয়ে দলের কেন্দ্রীয় কমিটিতে বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে, তাদের দাবি দাওয়া নিয়ে যেহেতু কেন্দ্রের তরফে ইতিবাচক সাড়া মিলেছে, তাই বিজেপির সাথে জোট করবনা কিংবা তা মানবনা এমনটা বলার সুযোগ নেই৷ তাতে স্পষ্ট, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিজেপি ও আইপিএফটির জোট ঘোষণা হবে৷ সূত্রের খবর, বিজেপির সাথে জোট নিয়ে বৈঠকে আইপিএফটিকে নির্বাচনে ৮-১০ টি আসন দেওয়া হবে বলে স্থির হয়েছে৷