চূড়ান্ত তালিকা থেকে বাদ ৩৪ হাজার ৮৪৫ টি নাম, রাজ্যে মোট ভোটার ২৫ লক্ষ ৬৯ হাজার ২১৬ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ ভারতের নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী আজ ত্রিপুরায় চূড়ান্ত ভোটার তালিকা

শুক্রবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্ত৷ ছবি নিজস্ব৷

প্রকাশিত হয়েছে৷ বিকেলে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি জানান, চূড়ান্ত তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটারের সংখ্যা ২৫ লক্ষ ৬৯ হাজার ২১৬ জন৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৩ হাজার ৪২০ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৬৫ হাজার ৭৮৫ জন৷ এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন৷ খসড়া ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৫২ শতাংশ৷

তিনি আরও জানান, চূড়ান্ত তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৯৮ হাজার ৬৪ জন এবং বিভিন্ন কারণে বাদ গেছেন ৩৪ হাজার ৮৪৫ জন ভোটারের নাম৷ মোট ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৬৩ হাজার ২১৯ জন৷ ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৪৭ হাজার ৮০৩ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৫৪ জন, মহিলা ভোটার ২১ হাজার ৭৪৫ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন৷

বিধানসভা অনুযায়ী সবচেয়ে বেশী ভোটার রয়েছে ১৪-বাধারঘাট (এস সি) কেন্দ্রে৷ এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫৭ হাজার ৩৯৪ জন৷ আর সবচেয়ে কম ভোটার রয়েছে ৪৩-করবুক (এস টি) কেন্দ্রে৷ এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৪ হাজার ৬৯৯ জন৷ সবচেয়ে পেশী পোলিং স্টেশন রয়েছে ১৪-বাধারঘাট (এস সি) কেন্দ্রে৷ এই কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে ৭০ টি৷ সবচেয়ে কম পোলিং স্টেশন রয়েছে ১৯-চড়িলাম (এস টি) কেন্দ্রে৷ এখানে পোলিং স্টেশন রয়েছে ৪০ টি৷ মুখ্য নির্বাচন আধিকারিক আরও জানান, ৪-বড়জলা (এস টি) কেন্দ্রে সর্বাধিক ৪২৬ শতাংশ ভোটার বেড়েছে এবং ৯-বনমালিপুরে সর্বনিম্ন ০৪৮ শতাংশ ভোটারের সংখ্যা বেড়েছে৷ চূড়ান্ত তালিকা অনুসারে মোট পোলিং স্টেশনের সংখ্যা ৩ হাজার ২১৪ টি৷ সবচেয়ে কম ভোটার রয়েছে ৫৩/৩৬ এর চিনিবাগান হাইসুকল (পূর্ব/পশ্চিম) পোলিং স্টেশনে৷ এখানে ভোটার রয়েছে ৫৬ জন৷ আর সবচেয়ে বেশী ভোটার রয়েছে ৭/১৫ এর রবিদাস পাড়া জে বি সুকল পোলিং স্টেশনে৷ এখানে ভোটার রয়েছে ১ হাজার ৩৯২ জন৷ প্রতি পোলিং স্টেশনে গড় ভোটারের সংখ্যা ৭৯৯ জন৷ লিঙ্গের হার প্রতি হাজার পুরুষে ৯৭১ জন মহিলা৷ রাজ্যে এপিক আইকার্ড কভারেজ রয়েছে ১০০ শতাংশ এবং ফটো ইলেকটোরেল রোল কভারেজ ১০০ শতাংশ রয়েছে বলে মুখ্য নির্বাচন আধিকারিক জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *