নয়াদিল্লি, ৩ জানুয়ারি(হি.স.): মহারাষ্ট্রের জাতিদাঙ্গা নিয়ে বিজেপির নিন্দায় মুখর হয়েছিলেন কংগ্রেস সভাপতির রাহুল গান্ধী। বুধবার নাম না করে রাহুল গান্ধীর নিন্দায় মুখোর হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির। এই প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘কোনও মন্তব্য করার আগে বাস্তবে পরিস্থিতি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তাদের উচিত শান্তি বজায় রাখার জন্য আবেদন করার।’
উল্লেখ্য, মহারাষ্ট্রে ভীমা-কোরেগাঁও হিংসা প্রসঙ্গে মঙ্গলবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘ভারতীয় সমাজে দলিতদের সবার নীচে নামিয়ে রাখার ফ্যাসিস্ট নীতি নিয়েছে বিজেপি ও আরএসএস। উনা, রোহিত ভেমুলা আর এখন ভিমা- কোরেগাঁও এইগুলি হচ্ছে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে প্রতিরোধের চিহ্ন।’
অন্যদিকে কেন্দ্রীয়মন্ত্রী হংসরাজ আহির হচ্ছেন মহারাষ্ট্রের চন্দ্রপুর কেন্দ্রের লোকসভার সাংসদ। গতকালের এই হিংসার প্রসঙ্গে তিনি এদিন আশ্বস্ত করে বলেছেন, ‘এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।’