নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সংসদীয় পার্টির বৈঠকে বুধবার দু’টি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হয়েছে| একটি বিল হল, সংবিধানের ১২৩ তম সংশোধনী বিল এবং অপরটি হল তিন তালাক বিল| বিজেপির সংসদীয় পার্টির বৈঠক শেষে এমনটাই জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার| বুধবার সকালে সংসদে শুরু হয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সংসদীয় পার্টির বৈঠক| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও সংসদীয় পার্টির বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব| দীর্ঘক্ষণ ধরে চলে বিজেপির সংসদীয় পার্টির বৈঠক|
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, ‘সংসদীয় পার্টির বৈঠকে বুধবার দু’টি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হয়েছে| একটি বিল হল, সংবিধানের ১২৩ তম সংশোধনী বিল এবং অপরটি হল তিন তালাক বিল| তিন তালাক বিল মুসলমান মহিলাদের অধিকার রক্ষা করবে এবং তিন তালাক প্রথার অবসান ঘটাবে|’