নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হল ন্যাশনাল মেডিকেল কমিশন বিল। মঙ্গলবার সংসদে একথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার। স্ট্যান্ডিং কমিটিতে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল পাঠানোর পরই কর্মবিরতি প্রত্যাহার করে নেয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এইএমএ)| ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল (২০১৭)-এর বিরোধিতায় মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এইএমএ)| দিল্লি সহ গোটা দেশে কর্মবিরতি পালন করেন ডাক্তাররা| ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিলের প্রতিবাদে তিরুবনন্তপুরমে রাজভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন চিকিত্সকরা| সরকারি হাসপাতালগুলিতে এদিন আউটডোর বন্ধ থাকে, দুর্ভোগে পরেন রোগী ও তাঁদের পরিজনরা| কর্মবিরতিতে যোগ দিয়েছিলেন প্রায় তিন লাখ চিকিৎসক। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ধরা পড়ে ভোগান্তির ছবি। আউটডোরে চোখে পড়ে লম্বা লাইন। মঙ্গলবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এইএমএ)-এর তরফে পি সঙ্ঘভি জানিয়েছেন, “ন্যাশনাল মেডিকেল কমিশন-এর বিরুদ্ধে ‘নো’ স্লোগান মেডিক্যাল কমিউনিটির পাশাপাশি প্রত্যেক রোগীর|”
মঙ্গলবার সংসদে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিলটি পেশের পরই বিরোধিতায় সরব হয় কংগ্রেস। স্ট্যান্ডিং কমিটিতে বিলটি পাঠানোর দাবিও তোলেন তারা। এরপরই নরম হয় কেন্দ্র। বিলটি স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর কথা জানান সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার| আর এরপরই কর্মবিরতি প্রত্যাহার করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, মেডিক্যাল সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতেই এই বিল আনা হচ্ছে। পাশাপাশি স্বচ্ছতা ও সংস্কারকে সামনে রাখতে চায় কেন্দ্র। এই নতুন বিলে বলা হয়েছে, মেডিক্যাল স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা পরিচালনার জন্য চারটি স্বশাসিত বোর্ড গঠন করা হবে। সেই সঙ্গে মেডিক্যাল ইনস্টিটিউশনের অনুমোদন ও চিকিৎসকদের রেজিস্ট্রেশনের বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মেডিক্যাল কমিশনকে। এই কমিশনে থাকবে সরকার অনুমোদিত চেয়ারম্যান। তবে, এই বিলের বিরোধিতায় সরব হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এইএমএ)|