নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭ নভেম্বর৷৷ বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের আজ দ্বারোদঘাটন করেন তথ্য ও সংসৃকতি
মন্ত্রী ভানুলাল সাহা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি ফখরউদ্দিন আহমেদ, বিধায়ক কেশব দেববর্মা, চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিলীপ রায়, জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ প্রমুখ৷
অনুষ্ঠানে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, জনশিক্ষা আন্দোলনের মধ্যে দিয়ে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটে৷ সে সময় সারা রাজ্যে শতাধিক পাঠশালা খোলা হয়েছিলো৷ কালক্রমে এগুলি বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হয়৷ তখন থেকেই উপজাতি অংশের মানুষের মধ্যে শিক্ষার বিস্তার ঘটে৷ তিনি গুণগত শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে আরও যত্নবান হতে হবে৷ শ্রেমীকক্ষ হচ্ছে ছাত্র-ছাত্রীদের পীঠস্থান৷ ছাত্র-ছাত্রীদের তিনি পরামর্শ দেন তারা যেন নিয়মিত সুকলে আসে৷ তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষা খাতে বাজেটের প্রায় ২১ শতাংশ অর্থ ব্যয় করে৷ মানব সম্পদের আরও উন্নয়ন ঘটানোই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য৷
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক কেশব দেববর্মা, সভাধিপতি ফখরউদ্দিন আহমেদ, অনুষ্ঠানের সভাপতি বিধায়ক রমেন্দ্র নারায়ণ দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ৷ ২০ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ৩৯ লক্ষ টাকা৷ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সরকার৷
2017-11-28

