বিনিয়োগকারীরা উত্তরপ্রদেশে ফিরে আসছে দাবি মুখ্যমন্ত্রীর

বলরামপুর, ২৭ নভেম্বর(হি.স.) : আগের সরকারের আমলে অপরাধের গড়ে পরিণত হয়েছিল উত্তরপ্রদেশ। তাই বিনিয়োগকারীরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছিল। কিন্তু যখন থেকে উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় এসেছে তখন থেকে অপরাধীদের সঠিক জায়গায় অর্থাৎ জেলে পাঠানো হয়েছে। তার ফলে সমাজ থেকে অপরাধের প্রবণতা অনেক কমে যাচ্ছে। আর তাই সমাজ অপরাধ মুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা আবারও রাজ্যে ফিরে আসছে বলে সোমবার পৌরনির্বাচনের প্রচারে এসে এক জনসভায় দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সমাজবাদী পার্টির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন আগের সরকারের আমলে রাজ্যে দাঙ্গা হতো। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে উত্তরপ্রদেশ এখন ‘দাঙ্গা মুক্ত’ রাজ্যে পরিণত হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন আগের জমানায় অর্থাৎ সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টির আমলে পক্ষপাতিত্ব হত। চাকরি প্রার্থী শাসকদলের সদস্য কিনা তা দেখেই তাকে চাকরি দেওয়া হত। কিন্তু বিজেপির আমলে যোগ্য প্রার্থীই চাকরি পাচ্ছে। আগামী তিন বছরে চার লক্ষ কর্মী নিয়োগ করা হবে রাজ্য পুলিশ। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন বিগত পাঁচ বছরে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগগুলির তদন্ত হবে। কোন অপরাধীকে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন তিনি। সভায় বক্তব্য রাখতে গিয়ে ভোটারদের কাছে যোগী আদিত্যনাথ বলেন রাজ্যের নাগরিক উন্নয়ন খাতে সরকার আরও বেশি বরাদ্দ করা হবে। আগামী ২৯ শে নভেম্বর উত্তরপ্রদেশে পৌরসভার শেষ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পয়লা ডিসেম্বর ভোট গণনা হবে।