নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে আবার তোপ দাগলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম র

পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷ তিনি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এবং ধনিকশ্রেণির হাতিয়ার বলে অভিহিত করেছেন৷ রবিবার আগরতলায় সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ এর এক জমায়েতে ভাষণ দিতে গিয়ে মানিক সরকার বলেন, কেন্দ্রের বর্তমান সরকার যে সব নীতি নিচ্ছে তা ইতোপূর্বে দেশের অন্য কোনও সরকার করেনি৷ এমন জনবিরোধী সরকার ইতোপূর্বে কখনও লক্ষ করা যায়নি৷ বর্তমানে সরকার যে সমস্ত নীতি নিচ্ছে তাতে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত অংশের জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ এই সরকার দেশের পুঁজিপতি এবং শোষকশ্রেণির হয়ে কাজ করছে৷ তিনি আরও বলেন, ইতোপূর্বে কংগ্রেস সরকারের উপর অতিষ্ট হয়ে জনগণ বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছিল৷ কিন্তু সমস্যা এখন আরও বেড়ে গেছে৷ দেশের একটি ক্ষুদ্র অংশের কাছে সমস্ত সম্পত্তি চলে যাচ্ছে৷ আগে দেশের মোট সম্পদের যাঁরা ৪২ শতাংশের মালিক ছিলেন তাঁরা এখন ৬৮ শতাশের মালিক হয়েছেন৷ প্রতি বছর ব্যাপক হারে বেকার বাড়ছে৷ অন্যদিকে বাড়তি সমস্যা হিসাবে দেখা দিয়েছে সাম্প্রদায়িকতা৷ তিনি রাজ্যের প্রসঙ্গ টেনে বলেন, ত্রিপুরা বামফ্রন্ট সরকার সম্পূর্ণ বিপরীত পথে হেঁটে চলেছে৷ কেন্দ্রের নির্দেশ অমান্য করে চাকরি দিচ্ছে, নতুন পদ সৃষ্টি করছে, শূন্য পদ পূরণ করছে৷ ত্রিপুরায় জনমুকি কর্মসূচি কেন্দ্রীয় চাপেও বন্ধ হচ্ছে না৷ আর এ জন্যই স্বার্থান্বেষীরা ত্রিপুরার বামফ্রন্ট সরকারকে উৎখাত করে একিট গরিব বিরোধী সরাকর চাইছে বলেও তিনি উল্লেক করেন৷
রাজ্যের অস্থির বাতাবরণ সৃষ্টি করছে বিজেপি৷ অভিযোগ তুলেছেন সিপিআইএম র পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর মতে, বিজেপি খুবই সতর্কভাবে আইপিএফটিকে শিকারি মোরক হিসাবে ব্যবহার করছে৷ আগরতলায় এই জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিব্যুরো সদস্য মানিক সরকার প্রধানমন্ত্রী দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংকেও তীব্র ভাষায় আক্রমণ করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশে যাঁরা ভেদাভেদ চড়াচ্ছে তাঁরাই এ রাজ্যে অস্থিরতার বাতাবরণ সৃষ্টি করছে৷ উসকানি দিচ্ছে৷ আইপিএফটি পৃথক রাজ্যের দাবি নিয়ে দিল্লি গিয়েছিল৷ কিন্তু তাঁদের দাবি অবাস্তব, সে কথা বলেনি কেন্দ্রীয় সরকার৷ উপরন্ত তাঁদের উসকে দিয়েছেন প্রধানমন্ত্রী তফদরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে ভাগ করার চক্রান্ত চালাচ্ছে যারা, একসময় তারাই স্বাধীন ত্রিপুরার ডাক দিয়েছিল৷ জনবিচ্ছিন্ন হয়ে এখন পৃথক রাজ্যের দাবি তুলেছে এরা৷ সারা রাজ্যে অগণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে৷ এর পিছনে মদত যোগাচ্ছে বিজেপি৷ তিনি আরও বলেন, রাজ্যে যে বামফ্রন্ট সরকার রয়েছে তার কার্যকলাপ দৃষ্টান্ত হিসাবে সারা দেশে প্রচার হচ্ছে৷ পুঁজিপতিদের জন্য সমস্যা তৈরি করেছে৷ তাই এই সরকারের পতনের জনষ সর্বশক্তি প্রয়োগ করছে বিজেপি এবং তাদের সহযোগীরা৷

