মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের দেওয়া ফ্লরোজিন জেকেট পোড়ালেন সাংবাদিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷   টিএসআর-এর গুলিতে নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মরদেহ নিয়ে আগরতলার রাজপথে

পুলিশের দেওয়া প্রেস জেকেট পোড়ালেন সাংবাদিকরা৷ বুধবার তোলা নিজস্ব ছবি৷

মিছিল করা হয়েছে৷ মিছিলে পা মিলিয়েছেন অসংখ্য সাংবাদিকের পাশাপাশি বহু বুদ্ধিজীবী৷ শ্মশানযাত্রায় সময় আচমকা মিছিলকারীরা ঘেরাও করেন রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রীর বাড়ি৷ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের দেওয়া সাংবাদিকদের ফ্লরোজিন জেকেটও পুড়ানো হয়েছে৷ প্রচুর সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয় মুখ্যমন্ত্রীর বাড়ি ও রাজধানীর রাজপথে৷ উল্লেখ্য, ইতিমধ্যে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট তপন দেববর্মাকে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷ মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছিল কমান্ডেন্টের দেহরক্ষী নন্দু রিয়াংকে৷ রাজ্য পুলিশের সদর দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া দশটা নাগাদ তপন দেববর্মাকে  চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷ গতকাল ঘটনার পর থেকেই তাঁকে কঠোর নিরাপত্তার মধ্যে গোপন আস্তানায় রাখে পুলিশ৷ আজ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে৷ এদিকে গুলি চালানোর কাজে ব্যবহৃত হাতিয়ারটিও বাজেয়াপ্তা করা হয়েছে৷