নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ বিধানসভা ভোটের মুখে রাজ্য সরকারের চাপ বাড়িয়ে আন্দোলন তেজী করছে পশ্চিমজেলা ও

উদ্বাস্তুদের আন্দোলন ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি৷ বুধবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷
সিপাহীজলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷ বুধবার মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনের সামনে ঘেরাও, বিক্ষোভ গড়ে তোলেন৷ উদ্বাস্তুদের আন্দোলন প্রশমন করতে গিয়ে শালঘাম ঝড়াতে হয়েছে পুলিশকে৷ একদিকে সাংবাদিক খুন এবং শেষকৃত্য নিয়ে অপ্রীতিকর আশঙ্কায় পুলিশ প্রশাসনে থর হরিকম্প৷ অন্যদিকে সাতসকালে উদ্বাস্তুরা ৩ দফা দাবীতে উত্তাল বিক্ষোভ ফেটে পড়েছেন রাজ্যপথে৷ উগ্রপন্থী হামলায় উদ্বাস্তুদের উদ্বাস্তু হিসাবে স্বীকৃতি প্রদান, সবাইকে পুনর্বাসন এবং ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন পশ্চিম ও সিপাহীজলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির সম্পাদক সজল পোদ্দার৷ তিনি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী উদ্বাস্তুদের নিয়ে রসিকতা করার নগ্ণ খেলায় মেতেছেন৷ আত্মসমর্পনকারী বৈরীদের পুনঃবাসন দেওয়া হলে ও তাদের ভাগ্যে বঞ্চনার সম্বল৷ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে দাবী পূরণ না হলে তাবু গেড়ে আমরণ অনশনে বসার ও হুশিয়ারী দিয়েছেন তিনি৷ উদ্বাস্তুদের বিক্ষোভে উত্তাল শহরের রাজনৈতিক পরিবেশ৷

