নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ সাংবাদিক হত্যার বিষয়ে বিজেপির নিশানা সিপিএমের বিরুদ্ধে৷ বিজেপির অভিযোগ সিপিএম সন্ত্রাসের
রাজনীতিতে বিশ্বাসী৷ আজ ত্রিপুরা রাজ্যের আরেকজন কৃতি সন্তান তথা বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে হারাল৷ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ প্রয়াত সাংবাদিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে৷ শ্রীদত্ত ভৌমিকের মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান পার্টির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক রামলাল, প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব এবং রাষ্ট্রীয় প্রভারী সুনীল দেওধর সহ প্রদেশ নেতৃত্ব৷ এরপর হাসপাতাল থেকে প্রয়াত সাংবাদিকের বাসভবনেও পার্টি নেতৃত্ব গিয়ে সমবেদনা জ্ঞাপন করেছেন৷
নৃশংস হত্যাকান্ড! সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যার পর প্রমাণিত হয়েছে সিপিএম সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী৷ নিহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গিয়ে এমনভাবেই শাসক দলকে বিধলেন বিজেপি সর্বভারতীয় সাধারন সম্পাদক রামপাল৷ হত্যাকান্ডের সি বি আই কিংবা কোন কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের ভার দেওয়ার দাবী জানিয়েছেন তিনি৷
সাংবাদিক শ্রী দত্ত ভৌমিকের যেভাবে ঠান্ডা মাথায় প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে, তা প্রমান করে এই রাজ্যে সাধারন মানুষের কোন নিরাপত্তা নেই৷ এই দুঃখজনক ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলার যে তলানীতে এসে ঠেকেছে, তার প্রকৃত উদাহরণ৷ পার্টি এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান৷ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এই হত্যাকান্ডের প্রতিবাদে আগামী ২৩ শে নভেম্বর ১২ ঘন্টার ত্রিপুরা বন্ধের আহ্বান করেছে৷ উক্ত গঠনার পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব স্বয়ং সমস্ত ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে অবহিত করেছেন৷ রাজনাথ সিং ঘটনা সম্পর্কে শুনে গভীর দুঃখ প্রকাশ করেন এবং এই বিষয়ে রাজ্যপালের কাছে বিস্তারিত রিপোর্ট চাইবেন বলে আশ্বস্ত করেন৷ তাছাড়া জিবি হাসপাতাল থেকে ফিরে পার্টি নেতৃত্ব তথা রামলাল, প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব এবং রাজ্য প্রভারী সুনীল দেওধর রাজ্যের রাজ্যপাল তথাগত রায়ের সাথে মিলিত হয়ে ক্রমাগত ভেঙ্গে পড়া আইনশৃঙ্খলার ব্যাপারে উনার হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের দাবী করেন৷
ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ দাবী জানাচেছ যে- অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে৷ এই হত্যার তদন্ত ভার সিবিআই-এর হাতে তুলে দিতে হবে৷ অবিলম্বে মুখ্যমন্ত্রীকে উক্ত হত্যাকান্ড সম্পর্কে বিবৃত দিতে হবে৷
2017-11-22

