নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৯ নভেম্বর৷৷ এই রাজ্যের শাসক দল মনে হয় ভুলে গিয়েছে, রাজ্যের ভূমি পুত্রদের হাত ধরে বিভিন্ন রকম উন্নয়নের লালিপ দেখিয়ে এই রাজ্যে ক্ষমতা এসেছে৷ খন্ডচিত্র উঠে এসেছে জনসম্মুখে৷ অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, আর নেতা -মন্ত্রীরা রাজ্যে ও রাজ্যের বাইরে গিয়ে বড়-বড় জনসভাতে মাইকে ভুলেটিং ছাড়েন যে এই রাজ্যে নাকি স্বর্ণ যুগ চলছে৷ এই রাজ্যের ভূমি পুত্রদের নাকি এই সরকারটা অস্ত্র, বস্ত্র,
বাসস্থান সু-ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷ আসলে নেতা-মন্ত্রীদের মুখের কথা একে বারই মিথ্যা আর বেসাতী ছাড়া আর কিছু নয়৷
বাম শাসনে এই ২৫ বছরের রাজুত্বে ভূমি পুত্ররা যে উন্নয়নের সাগরে ভাসছেন তার এই জলযন্ত্র প্রমান ফুঠে উঠল সাব্রুম মহকুমায় রূপাইছড়ি আরডি ব্লকে অন্তর্গত সাব্রুম এডিসি ভিলেজের বুদ্ধি পাড়াতে পা রাখলেই বুঝা যায় ভূমি পুত্ররা কি অবস্থায় দিন যাপন করছেন৷
সাব্রুমের ভূমি পুত্ররা রেগার কাজ বন্ধ হয়ে যাওয়াতে সংসারের ছেলে-মেয়েদের একবেলা এক মোটু অর্ন্ন তুলে দেওয়ার জন্য বাবা-মারা প্রতিদিন জঙ্গল থেকে বনের আলু, কলার তোর, বাস কোল্রো, লতাপাতা বিভিন্ন কিছু জঙ্গল থেকে সারাদিন সংগ্রহ করে দিনের শেষে বাজারে বিক্রি করে চাল নিয়ে বাড়ীতে ফিরতে হয়৷ যদি কোন কারনে একদিন জঙ্গল থেকে বিভিন্ন রকম বনজ ফসল সংগ্রহ করতে না পারে তাহলে না খেয়ে রাত্রি যাপন করতে হয়৷ এই রকমেই অভিযোগ করে জানানো সাব্রুমের এডিসি ভিলেজের ভূমি পুত্ররা৷
2017-11-20

