পাহাড়ে তদন্ত করতে দার্জিলিং যাচ্ছে এনআইএ

দার্জিলিং, ১২ নভেম্বর (হি.স.) : এবার পাহাড়ে যাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷ সংস্থার ছয় সদস্যর একটি দল দার্জিলিং যেতে পারে বলে জানা গিয়েছে৷ এর আগে এনআইএ-র তদন্তকারীরা শিলিগুড়িতে গিয়ে তদন্ত করলেও, তাঁরা পাহাড়ে যাননি৷ এবার তাঁরা সেখানে যেতে পারেন বলে জানা গিয়েছে৷
প্রশাসন সূত্রে খবর, গত কয়েকমাস ধরে উত্তপ্ত পাহাড়ে যে সব মামলা দায়ের হয়েছে, সেই সব নিয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে৷ বিভিন্ন অভিযোগের এফআইআরও তারা জোগাড় করতে শুরু করেছে৷ সেই প্রক্রিয়ার অঙ্গ হিসাবেই খুব শীঘ্রই দার্জিলিং সদর থানায় হাজির হতে পারে এনআইএ৷ প্রসঙ্গত, সেখানেই গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে ইউএপিএ-তেও অভিযোগ রয়েছে৷ সূত্রের খবর, এই সব মামলার তদন্তভার এবার তুলে নেবে জাতীয় তদন্তকারী সংস্থা৷
প্রসঙ্গত, জুনের প্রথম থেকে জ্বলছে পাহাড়৷ স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন৷ ভাঙচুর থেকে অগ্নিসংযোগ, সবই হয়েছে৷ মাঝে রাজ্য সরকারের প্রচেষ্টায় কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু হয়েছিল৷ কিন্তু রাজ্য পুলিশের সাব-ইনস্পেক্টর অমিতাভ মালিকের মৃত্যুর পরই আবার দার্জিলিংসহ পাহাড়ের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে৷ অজ্ঞাতবাসে থাকা মোর্চা সুপ্রিমো গুরুং প্রায়ই প্রকাশ্যে আসার হুঁশিয়ারি দিচ্ছেন৷ কিন্তু এই ঘটনায় যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন৷ তাঁর বিরুদ্ধে সিআইডি তদন্তে নেমেছে৷ গ্রেফতার করা হয়েছে গুরুংয়ের ঘনিষ্ঠ একাধিক নেতাকে৷ এই পরিস্থিতির মধ্যে অনেকটা স্বতঃপ্রণোদিত হয়ে এই ঘটনায় তদন্ত শুরু করেছে এনআইএ৷