এডিসিতে ইনার লাইন পারমিট চালু করা সহ আট দফা দাবীতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালকে স্মারকলিপি আইওয়াইএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু করা সহ আট দফা দাবী আদায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

আইওয়াইএফটির মিছিলের গতি পুলিশ রোধ করে শহরের সার্কিট হাউস সংলগ্ণ এলাকায়৷ শনিবার তোলা ছবি নিজস্ব৷

উদ্দেশ্যে রাজ্যপাল তথাগত রায়ের কাছে স্মারকলিপি তুলে দিয়েছে আইএনপিটির যুব সংগঠন আইওয়াইএফটি৷ পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী শনিবার কয়েক হাজার আইওয়াইএফটি’র কর্মী আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে একত্রিত হয়৷ সেখান থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কুঞ্জবনের দিকে এগুতে থাকে৷

এদিকে, এই মিছিলের গতি রোধ করার জন্য আগে থেকেই রণসাজে সজ্জিত ছিল৷ মিছিলটি সেখানে পৌঁছতেই পুলিশ গতি রোধ করে৷ সেখান থেকে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল তথাগত রায়ের সাথে দেখা করে দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দিয়েছেন৷
সংগঠনের তরফ থেকে যে দাবীগুলি রাখা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে এডিসির হাতে আরও ক্ষমতা দিতে হবে৷ সরাসরি অর্থ বরাদ্দ করতে হবে৷ ইনার লাইন পারমিট চালু করতে হবে৷ ত্রিপুরা বিধানসভায় পঞ্চাশ শতাংশ আসন উপজাতিদের জন্য সংরক্ষিত করতে হবে৷ উপজাতিদের জন্য সংরক্ষিত সমস্ত ব্যাকলগ শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে৷ ইন্দিরা-মুজিব চুক্তি ১৯৭১ কার্যকর করতে হবে৷ ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তভূর্ক্ত করতে হবে এবং ককবরককে সমস্ত সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান ও অফিসে কার্যকর করতে হবে৷ নাগরিকত্ব আইন, ১৯৫৫ (সংশোধন) বিল ২০১৬ কে প্রত্যাহার করতে হবে ইত্যাদি৷ এই দাবীগুলি নিয়ে এদিন আইএনপিটির যুব সংগঠন যে মিছিল করেছে তাকে রাজনৈতিক মহল মনে করছে বিজয় রাঙ্খল শক্তির মহড়া দিয়েছেন৷