১০ দফা দাবিতে মজদুর সংঘের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ ১০ দফা দাবীতে আন্দোলনে সরব হয়েছে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ৷ অটো রিক্সা শ্রমিকদের আর্জিত অধিকার রক্ষার দাবীতে বৃহস্পতিবার মজদুর সংঘের উদ্যোগে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন৷ আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে সু-বিশাল মিছিল করে ট্রান্সপোর্ট কমিশনারে হাতে ১০ দফা দাবী সনদ তোলে দিয়েছেন৷ ডেমারেড অটোরিক্সার ক্ষেত্রে নতুন পারমিট প্রদান করা, পেট্রোল থেকে সি এন জি রেজিস্ট্রেশনের ফি অটোরিক্সার ক্ষেত্রে ৩৫২৫ টাকার ক্ষেত্রে ৪৫২৫ টাকা নেওয়া বন্ধ, সমস্ত বি ও সি তে সিএনজি ফিলিং স্টেশন নির্মাণ, পুরানো ই-রিক্সার রেজিস্ট্রেশন প্রদান করা, পণ্যবাহী ট্রাকের স্ট্যান্ড থেকে ক্রমানুসারে বি এম এস অন্তর্ভূক্ত ট্রাকগুলির পরিষেবা চালু করার দাবী জানিয়েছেন, মহাসংঘের রাজ্য প্রভারী অসীম দত্ত৷ তাঁর অভিযোগ, রাজ্য সরকার বিরোধী শ্রমিক সংঘের কার্যকর্তাদের আইনী প্যাচে জড়িয়ে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করছে৷ অবিলম্বে ব্যবস্থা গ্রহণে ট্রান্সপোর্ট কমিশনার ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন অসীম দত্ত৷