উত্তরপ্রদেশে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নববিবাহিত দম্পতি

মির্জাপুর, ৭ নভেম্বর (হি.স.): এক নবদম্পতি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। উত্তরপ্রদেশের মির্জাপুরের শীতলগড় গ্রামের বাসিন্দা ওই দম্পতি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

জানা গিয়েছে, গ্রামেই একটি গাছে গলায় দড়ি দেন ওই দম্পতি। ঘটনাটি সোমবারের। নববিবাহিত ওই দম্পতির হদিশ না পেয়ে গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গ্রামের একটি গাছের ডালে দেখতে পাওয়া যায় তাঁদের ঝুলন্ত মৃতদেহ।

পুলিশ সূত্রের থবর, ওই দম্পতির নাম উষা কোল (২৮) এবং মিঠু কোল (৩০)। তাঁরা সম্প্রতি বিয়ে করেছিলেন। তবে কী কারণে ওই দম্পতি আত্মঘাতী হলেন, তা এখনও জানা যায়নি। স্থানীয় মারিহান থানার পুলিশ অফিসার কে কে সিং জানিয়েছেন, মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরে নববিবাহিত ওই দম্পতি আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবতী

হায়দরাবাদ, ৭ নভেম্বর (হি.স.) : গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার আগে হায়দরাবাদের এক ইঞ্জিনীয়ারিং ছাত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে খুব সংক্ষিপ্ত একটি সুইসাইড নোট লিখে গলায় দড়ি দেন তিনি।

সুইসাইড নোটে তিনি লিখেছেন, “আজকাল খুশি থাকতে ভয় লাগে৷ আমি জানি না যখন আমি খুশি থাকি, মানুষ সেটা কেন মেনে নিতে পারে না৷ জীবনের প্রতিটি মুহূর্ত খুব খারাপ হয়ে যাচ্ছে৷ আমি শুধু এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি৷ জীবনের সবকিছু থেকে শিক্ষা নিচ্ছি৷ আশা করি আমি এর থেকে মুক্তি পাব…৷”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ২১-এর ওই যুবতীর নাম সি মৌনিকা। তিনি বি টেক ফাইনাল ইয়ারের ছাত্রী। মায়ের সঙ্গে কথা কাটাকাটির পরে গলায় দড়ি দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে।

হায়দরাবাদে আরও এক ব্যক্তি আত্মহত্যা করেছেন৷ নিজের সেলফোনে সম্পূর্ণ বিষয়টি রেকর্ড করেন তিনি৷ তাঁর নাম শশদ হুসেন৷ নিজের দোকানে আত্মঘাতী হন তিনি৷ সুইসাইড নোটে তিনি জানান, কয়েকজন আত্মীয় তাঁর থেকে টাকা চাইছে৷ এনিয়ে অত্যাচারিত হচ্ছেন তিনি৷ সেই কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন৷