সাংবাদিক নিগ্রহ : মঙ্গলবার কালো ব্যাজ পরে প্রতিবাদী মিছিল পাথারকান্দিতে

করিমগঞ্জ (অসম), ৫ নভেম্বর (হি.স.) : সাংবাদিক নিগ্রহ ঘটনার উপযুক্ত বিচার না পাওয়া পর্যন্ত কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ কার্যসূচি চালিয়ে যাবেন। সে অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সকাল এগারোটায় পাথারকান্দি শহরে কালো ব্যাজ পরিধান করে এক মৌন মিছিল বের করবেন সাংবাদিকরা। মিছিল শেষে এক নাগরিক সভা অনুষ্ঠিত হবে। মিছিল এবং নাগরিক সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিকদের আমন্ত্রণ জানিয়েছে পাথারকান্দি সাংবাদিক সংস্থা।
রবিবার বৃহত্তর পাথারকান্দি কর্মরত সাংবাদিক সংস্থা আয়োজিত এক সাধারণ সভায় বক্তব্য পেশ করতে গিয়ে এই কথাগুলি জানান করিমগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অরূপ রায়। তিনি জানান, মঙ্গলবার মিছিল ও নাগরিকসভার পর পাথারকান্দির সার্কল অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে সাংবাদিকদের পক্ষ থেকে এক স্মারকপত্র পাঠানো হবে।
এস বিষ্ণুমূর্তি সিনহার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অরূপ রায় বলেন, আজ থেকে এক পক্ষকাল আগে করিমগঞ্জ সদর থানায় পুলিশকর্মীদের যৌনকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর আরও কিছু রহস্য বেরিয়ে আসবে দেখে নারীকাণ্ডের অন্যতম পান্ডা পুলিশ অফিসার পবন কলিতার নির্দেশে কিছু দুষ্কৃতকারী সাংবাদিক মৃণাল সরকারের উপর পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা চালান বিজেপি নেত্রী সীমা নন্দি এবং তাঁর পতি গৌরীশ নন্দি।
ঘটনার পর বিজেপি নেত্রী সীমা এবং গৌরীশ নন্দির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় যথারীতি। কিন্তু রাজনৈতিক চাপে পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই নেয়নি। প্রেস ক্লাব শুরু থেকে সদর থানায় নারী, সুরার আড্ডা এবং পরবর্তীতে সাংবাদিক নিগ্রহ নিয়ে প্রতিবাদ করে আসছে। আগামী দিনে আরও প্রতিবাদী আন্দোলন হবে জানিয়ে এ সব প্রতিটি প্রতিবাদী কার্যসূচিতে সকলের সহযোগিতা কামনা করেছেন অরূপ রায়।
সভায় প্রায় সব বক্তা জেলায় ক্রমবর্ধমান সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে সরব বক্তব্য পেশ করেছেন। এদিকে এই একই বিষয় নিয়ে রবিবার সকাল এগারোটায় বাজারিছড়া নেতাজি সংঘেও এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা চলে বিকেল চারটে পর্যন্ত। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁরাও পাথারকান্দিতে প্রস্তাবিত আগামীকালের প্রতিবাদী মিছিল ও নাগরিক সভয় অংশগ্রহণ করবেন।
এদিনের সভায় অংশ নেন সাংবাদিক অমিতাভ দে, মলয়কুমার দাস, সেলিম আহমেদ, অজয় সূত্রধর, নীহার দেবনাথ, নুরুল ইসলাম, রাম চক্রবর্তী, সুরজিৎ সেন, মুজির উদ্দিন, এসএম জাহির আব্বাস, ঋষিকেশ সূত্রধর, শম্ভু দাসচৌধুরী, জয়রাজ সিনহা প্রমুখ।