প্রধানমন্ত্রীর ইকনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের সদস্য হিসেবে নিযুক্ত হলেন শমিকা রবি

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইকনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের পার্ট-টাইম সদস্য হিসেবে নিযুক্ত হতে চলেছেন শমিকা রবি। আগামী কয়েকদিনের মধ্যেই নিযুক্ত হতে চলেছেন তিনি। সরকারের এক প্রবীণ আধিকারিকের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর ইকনোমিক অ্যাডভাইসারি কাউন্সিলের প্রধান হিসেবে রয়েছেন নীতি আয়োগের প্রধান বিবেক দেবরায়। এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন রতন ওয়াতাল, রয়েছেন অর্থনীতিবিদ সুরজিত ভাল্লা, রথিন রায় এবং অশ্বিমা গোয়েল। প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফে শমিকা রবির আংশিক সময়ের সদস্য পদে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে রবি ব্রুকিনস ইন্ডিয়ায় ডেভেলপমেন্ট ইকনমিক্স নিয়ে গবেষণা করছেন। ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসে ভিজিটিং প্রফেসর হিসেবে মাঝেমধ্যে আসেন রবি। সেখানে তিনি গেম থিওরি এবং মাইক্রো ফিন্যান্সের ক্লাস নেন।